BRAKING NEWS

কাশফুল জানান দিচ্ছে মা আসছেন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩ সেপ্টেম্বর : ভাদ্র আশ্বিন দুইটি মাস শরৎকাল অর্থাৎ শরৎ ঋতু৷ বাংলা ছয়টি ঋতুর মধ্যে শরৎ একটি অন্যতম ঋতু৷ শরৎ ঋতুতে আকাশের ঘনঘটা কালো মেঘ সরে নীল স্বচ্ছ আকাশ সূর্যের কিরণে ঝলমল করে৷ এ যেন শরৎ ঋতুর এক অপূর্ব দৃশ্য৷ 

শরৎ ঋতু মানে শারদীয়ার আগমনি বার্তা মূলত শরতের শারদীয়া হিন্দু ধর্মাবলম্বীদের চিত্তকে আন্দোলিত করে তুলে৷ শরতের মৃদুল বাতাস কাশবনে কাশফুলের আন্দোলিত হওয়ার দৃশ্য চারদিকে ফুটে উঠেছে৷ শারদীয়ার প্রস্তুতি হিসেবে মূর্তিপাড়াতেও মৃৎশিল্পীরা গুটি গুটি করে দুর্গা দেবীর কাঠামো তৈরি করে চলছেন৷ 

তবে শরৎকালে কাশবনের কাশফুল ফুটার সাথে সাথেই শারদীয়ার আগাম বার্তা৷ কেমন যেন শারদীয়া পূজোর ভাব৷ চারিদিকে পূজো পুজো গন্ধ৷ কেননা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে প্রধান উৎসবেই হলো শারদীয়া উৎসব৷ উৎসব মানেই অফুরন্ত আনন্দ৷ এই শরৎ ঋতুতে কাশবনে কাশফুলের পাশাপাশি শিউলি ফুল সহ রকমারির ফুলের সৌরভ মুখরিত হয়ে ওঠে৷ এ প্রসঙ্গে এলাকার এক নাট্যকার মনোরঞ্জন গোপ বলেন ঋতুতে মানুষজন আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *