গুমোট গরমে গলদঘর্ম অবস্থা তিলোত্তমায়, উত্তরবঙ্গে জারি ভারী বর্ষণের সতর্কতা

গরমে জ্বলছে কলকাতা। এই পরিস্থিতিতে বৃষ্টির জন্য চাতক পাখির মতো হাপিত্যেশ করে বসে রয়েছেন শহরবাসী। তবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাতে স্বস্তি মিলবে না। রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হলেও তাতে পুরোপুরি অস্বস্তি কাটবে না। শনিবার সকালে অবশ্য রোদের দাপট খুব বেশি ছিল না, আংশিক মেঘলা ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, রবিবারের আগে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাপসা গরম কমার কোনও সম্ভাবনা নেই। ভারী বৃষ্টির ঘাটতির জেরেই খানিকটা অস্বস্তি ভাব থাকবে দক্ষিণবঙ্গে। বর্তমানে উত্তরবঙ্গের উপর মৌসুমী অক্ষরেখা রয়েছে। সেই কারণে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি-সহ দুই দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় মৌসুমী অক্ষরেখার অবস্থান বদলাতে পারে। সে ক্ষেত্রে অনুকূল হতে পারে দক্ষিণবঙ্গের বৃষ্টি ভাগ্য।

উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সোমবার পর্যন্ত ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয়ের পাদদেশে পশ্চিমবঙ্গ এলাকায় বর্ষার উপস্থিতির দরুণ উত্তরবঙ্গের সবকটি জেলাতে এই সময়ের মধ্যে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুদুয়ার ও কোচবিহার জেলার দু-একটি জায়গায়, কমলা সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলির জন্য। একইভাবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী সোমবার ৫ তারিখ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় কোনও কোনও স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং-এর মতো ধসপ্রবণ জেলায় ভূমিধসের সম্ভাবনা আছে। বিভিন্ন নদীতে জলস্ফীতি দেখা দিতে পারে। শহরে ও পুরো এলাকার নীচু জায়গাগুলি জলমগ্ন হওয়ার আশঙ্কা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *