আগরতলা, ২ সেপ্টেম্বর : চাকুরির দাবিতে আন্দোলন অব্যাহত ১০৩২৩ চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষকাদের৷ গত ১২ ই আগস্ট তারা নিজ নিজ বিদ্যালয়ে পুনরায় যোগদান করতে গেছিলেন৷ কিন্তু সেখানেও শিক্ষক শিক্ষিকারা কাজে যোগদান করতে পারেননি৷ পরবর্তী সময়ে শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা৷
শুক্রবার চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের জরুরী ভিত্তিতে শিক্ষা অধিকর্তার দপ্তরে তলব করা হয়৷ সেই অনুযায়ী সকাল ১১ টা নাগাদ চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের ৫ জনের এক প্রতিনিধি দল শিক্ষা দপ্তরের অধিকর্তা চান্দনি চন্দনের সঙ্গে দেখা করেছেন৷ তবে তিনি যুক্তি সঙ্গত কোনও কথা বলেননি বলে অভিযোগ চাকুরিচ্যুত শিক্ষকদের প্রতিনিধি দলের৷ তারা জানিয়েছেন শিক্ষা দপ্তরের অধিকর্তা জানিয়েছেন ক্লাব জাজমেন্টের ফলে তাদের চাকুরি গেছে৷ এই যুক্তি মানতে নারাজ চাকুরিচ্যুত শিক্ষকরা৷ তাদের বক্তব্য, সুপ্রিমকোর্ট এমন কোন কিছু বলেনি৷
সুপ্রিমকোর্টের রায় অনুযায়ী ১০৩২৩ শিক্ষিক শিক্ষিকাদের মধ্যে ৪ জনের চাকুরি গেছে৷ বাকিদের বিরুদ্ধে কোন মামলা নেই৷ এমনকি তাদেরকে ছাটাই পত্র ও প্রদান করা হয়নি৷ চাকুরিচ্যুত শিক্ষকরা জানিয়েছেন গোটা বিষয়টি নিয়ে শিক্ষা দপ্তরের অধিকর্তা ১৪ দিনের সময় চেয়েছেন৷ তবে এই ১৪ দিনের মধ্যে শিক্ষা দপ্তরের পক্ষে কোন সদর্থক পদক্ষেপবা সিধান্ত গ্রহন করা না হলে চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা পুনরায় আন্দোলনে সামিল হওয়ার হুশিয়ারি দিয়েছেন৷