Arrest:যাত্রী সেজে পাচারকালে গাঁজা সহ গ্রেপ্তার এক

আগরতলা, ২ সেপ্টেম্বর  : যাত্রী সেজে কৌশলে গাঁজা পাচারের ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে৷ শুক্রবার যাত্রী সেজে গাঁজা পাচার করতে গিয়ে আটক হয়েছে এক গাঁজা পাচারকারী৷ গাড়ি চালকের সন্দেহ হওয়ায় ওই ব্যক্তির বেগে তল্লাশি চালিয়ে শুকনো গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে৷

উল্লেখ্য, রাজ্য থেকে প্রতিনিয়ত গাঁজা বহিঃরাজ্যে নানা কৌশলে পাচার করা হয়েছে৷ যাত্রীবাহী যানবাহনে রেলে এমনকি পণ্যবাহী গাড়িতে করে লুকোচুরি করে এইসব গাঁজা পাচার করা হচ্ছে৷ কোন কোন ক্ষেত্রে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা আটক করতে সক্ষম হচ্ছেন৷ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই গাঁজা পাচারকারীরা তাদের পাচার বাণিজ্য সফলভাবে চালিয়ে যেতে সক্ষম হচ্ছে৷

ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ জানিয়েছে, যাত্রীবাহী গাড়ি দিয়ে গাঁজা পাচারকালে স্থানীয়দের হাতে আটক গাঁজা সহ এক ব্যক্তি৷ নাম পান্ডে রাম রিয়াং৷ ঘটনা শুক্রবার তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায়৷

ঘটনার বিবরণে জানা যায়, আগরতলা থেকে চাকমাঘাট আসার পর এক যাত্রী  পান্ডে রাম রিয়াংয়ের উপর গাড়ির চালকের সন্দেহ হয়৷ এরপর গাড়ির চালক সন্দেহজনক ভাবে ওই ব্যক্তির ব্যাগে তল্লাশি চালানো মাত্রই উদ্ধার হয় প্রচুর পরিমান গাঁজা৷

জানা গেছে, ৪ প্যাকেটে মোট ৭ কেজি গাঁজা সহ একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে৷ পরবর্তী সময়ে গাড়ির চালক সহ স্থানীয়রা মিলে খবর দেয় তেলিয়ামুড়া থানায়৷ ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া থানায়৷ তেলিয়ামুড়া থানার পুলিশ এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *