Accident:অবসরের আগেই জীবন থেকে অবসর নিতে হল পুলিশ কর্মীকে

জলপাইগুড়ি, ১ সেপ্টেম্বর (হি. স.) : অবসর নেওয়া হল না আর, একমাস আগেই জীবন থেকে অবসর নিতে হল পুলিশ কর্মীকে। গাড়ির ধাক্কায় প্রাণ গেল তার। ময়নাগুড়িতে পুলিশ কনস্টেবলকে গাড়ির ধাক্কা, মাথার উপর দিয়ে গাড়ি চাপা দেওয়ায় ঘটনাস্থলে মৃত্যু হয় পুলিশ কনস্টেবলের। এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়।

ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি রোড এলাকায়। মৃত পুলিশ কর্মী দুলাল রায়ের বাড়ি ময়নাগুড়ি পুরসভা এলাকার ১৪ নং ওয়ার্ডে । এই নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কর্তব্যরত অবস্থায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল ওই পুলিশ কর্মীর। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি রোড এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে। মৃত পুলিশ কর্মীর নাম দুলাল রায়(৫৯)। তাঁর বাড়ি ময়নাগুড়ি সুভাষনগর এলাকাতে। তিনি রাজ্য পুলিশের হাইওয়ে ট্রাফিক পুলিশ বিভাগে কনষ্টেবল পদে কর্মরত ছিলেন।এদিন রাতে একটি গাড়ির প্রথমে ধাক্কা মারে, তারপর মাথার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ায় ঘটনাস্থলে মৃত্যু পুলিশ কনস্টেবলের। ঘটনা ঘটার পর ঘাতক গাড়িটি নিয়ে পালাতে গেলে সেটিকে পাকড়াও করে পুলিস। ঘটনাস্থলে মোতায়েন করা হয় ময়নাগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *