ডিফু (অসম), ১ সেপ্টেম্বর (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা কারবি আংলঙের লাংহিনের বাসিন্দা তথা সামেলাংসো থানাধীন রংআরি মধ্য ইংরেজি বিদ্যালয়ের শিক্ষক মনেশ্বর কলিতা বিগত তিন দিন থেকে সন্ধানহীন। এ ঘটনায় কারবি আংলং জেলায় তীব্র চাঞ্চ্যলের সৃষ্টি হয়েছে।
গত ৩০ আগস্ট বিদ্যালয়ে যাওয়ার পথে সন্ধানহীন হয়েছিলেন শিক্ষক মনেশ্বর কলিতা। বিদ্যালয় থেকে চার কিলোমিটার দূরত্বে ওই শিক্ষকের মোটর সাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হলেও মনেশ্বরের কোনও সন্ধান এখন পর্যন্ত মেলেনি। ইতিমধ্যে মনেশ্বর কলিতার পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ সংক্রান্ত এক এফআইআর দায়ের করা হয়েছে।
বিদ্যালয়ে যাওয়ার পথে একজন শিক্ষক কীভাবে সন্ধানহীন হয়ে যান, এ নিয়ে সৃষ্টি হয়েছে উৎকণ্ঠার। রংআরি মধ্য ইংরেজি বিদ্যালয়ের শিক্ষক মনেশ্বর কলিতা সন্ধানহীন হওয়ার পিছনে অপহরণের ঘটনা, না অন্য কিছু জড়িত, তা এখনও স্পষ্ট নয়। এখন পর্যন্ত কোনও সংগঠন শিক্ষককে অপহরণ করে নিয়ে গেছে বলেও দাবি করেনি।
আজ বৃহস্পতিবার লাংহিন শ্রীমন্ত শঙ্করদেব সংঘ সেলাবর আঞ্চলিক শাখা নামঘরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে শিক্ষক মনেশ্বর কলিতার সন্ধানহীন হওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। শিক্ষক কলিতাকে অবিলম্বে উদ্ধার করার জন্য জেলা প্রশাসনের কাছে আহ্বান জানানোর পাশাপাশি কোনও সংগঠন যদি শিক্ষক মনেশ্বর কলিতাকে অপহরণ করে নিয়ে গিয়ে থাকে, তা-হলে অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন কারবি পাহাড়ের বিভিন্ন দল-সংগঠনের কর্মকর্তাা। জানা গেছে, ইতিমধ্যে শিক্ষক মনেশ্বর কলিতার সন্ধানে তদন্ত-অভিযান শুরু করেছে পুলিশ।