Arrest :সহকর্মীদের সাথে অবৈধ্য সম্পর্ক, উদয়পুরের ফ্লিপকার্ট কর্মকর্তাকে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর৷৷ অনলাইন বিপনন সংস্থা ফ্লিপকার্ট  উদয়পুরস্থিত শাখার ভারপ্রাপ্ত কার্যকারক বিমল লোধের বিরুদ্ধে রীতিমতো বিদ্রোহ ঘোষণা করল তার অফিসে কর্মরত কর্মীরা৷ অভিযোগ ভারপ্রাপ্ত কার্যকারক তারই অধিনস্ত কর্মীদের সাথে দুর্ব্যবহার করে চলেছেন দীর্ঘদিন ধরে৷ ওই শাখায় কর্মরত মহিলা কর্মীর সাথে অবৈধ সম্পর্ক রয়েছে  বলেও গুরুতর অভিযোগ৷ বুধবার ফ্লিপকার্ট সংস্থার উদয়পুর শাখায় কর্মরত কর্মীরা সংস্থার উদয়পুর শাখার ভারপ্রাপ্ত কার্যকারক বিমল লোধকে উত্তম-মধ্যম দিয়ে রাধাকিশোরপুর থানার পুলিশের হাতে তুলে দেয়৷ কার্যকারকের শাস্তির দাবিতে এবং দায়িত্ব থেকে বরখাস্তের দাবিতে অনলাইন বিপনন সংস্থার অর্ধশতাধিক কর্মী রাধাকিশোরপুর থানায় দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করে৷ বিষয়টি ফ্লিপকার্ট সংস্থার ঊর্ধতন কর্তৃপক্ষের নজরেও নেওয়া হয়েছে৷ অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে আরো বৃহত্তর আন্দোলন সংঘটিত করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ বিষয়টিকে কেন্দ্র করে উদয়পুরে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে৷ এদিকে কর্মীদের বিক্ষোভ ও কমবিরতির ফলে ভোক্তারা হয়রানির শিকার হচ্ছেন বলে জানা গেছে৷ দ্রুত সমস্যার সমাধান করার জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে৷