নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট৷৷ রাজধানী আগরতলা শহর এলাকায় চোরের দৌরাত্ম্য মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে৷ প্রতি রাতে কোন না কোন স্থানে চুরির ঘটনা সংঘটিত হচ্ছে৷ রবিবার রাতে রাজধানীর আগরতলা শহরের পশ্চিম থানা এলাকার রাজনগরে এক পুলিশ কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে৷ জানা যায় চোরের দল বাড়ির গেটে তালা ভেঙ্গে ভিতরে ঢুকে দুটি বাইক সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে৷ সোমবার সকালে ঘুম থেকে উঠে পরিবারের লোকজনরা ঘটনা প্রত্যক্ষ করেন৷ সঙ্গে সঙ্গে বিষয়টি পশ্চিম থানার পুলিশকে জানানো হয়৷ ঘটনার বিস্তারিত বিবরণ দিতে গিয়ে সুদীপ কুমার দাস নামে পুলিশ কর্মীর পুত্র জানান রাতে তারা খাওয়া-দাওয়া পর ঘুমিয়ে পড়েন৷ রাতে কোন এক সময় চোরের দল দেয়াল টপকে ভিতরে ঢুকে গেটের তালা ভেঙ্গে চুরি কান্ড সংগঠিত করেছে৷ তারা বারান্দার গ্রিলের তালাও কেটে ফেলে বলে জানায়৷ বাড়িতে মোট তিনটি বাইক ছিল৷ এর মধ্যে দুটি বাইকসহ অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোরের দল৷ সোমবার সকালে ঘটনা প্রত্যক্ষ করে পরিবারের লোকজনরা রীতিমতো হতভম্ব হয়ে যান৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত করলেও এখনো পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে গ্রেফতারের সংবাদ নেই৷ আশঙ্কা করা হচ্ছে এই চুরি চক্রের ঘটনায় বাংলাদেশী চোরেরা জড়িত থাকতে পারে৷ উল্লেখ্য গত বেশ কিছুদিন ধরেই আগরতলা শহর ও শহরতলী এলাকায় চুরির ঘটনা উপর্যপরি বৃদ্ধি পেয়ে চলেছে৷ তাতে রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শহর ও শহরতলী এলাকার জনগণ রীতিমতো আতঙ্কে রয়েছেন৷ প্রতিটি ঘটনার পরও এই পুলিশ কঠোর মনোভাব গ্রহণ করবে বলে আশ্বস্ত করলেও কার্যক্ষেত্রে পুলিশ কোন ধরনের সদর্থক ভূমিকা পালন করতে পারেনি বলে অভিযোগ৷ পুলিশের অস্তিত্ব নিয়েও সাধারণ মানুষ প্রশ্ণ তুলতে শুরু করেছেন৷
2022-08-29