BRAKING NEWS

হরিয়ানায় জাতীয় গ্র‌্যাপলিং, ১টি স্বর্ণ সহ ২ পদক ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট।। দুটি পদক পেলো ত্রিপুরা। হরিয়ানায় অনুষ্ঠিত ১৫তম জি এফ আই জাতীয় গ্র‌্যাপলিং প্রতিযোগিতায়। ১৮-‌২১ আগস্ট হয়েছিলো আসর। তাতে একটি স্বর্ণ এবং একটি ব্রোঞ্জ পদক জয় করে ত্রিপুরা। ভেটারেন্সের ৮৩ কে জি বিভাগে শ্যামল চন্দ্র আচার্য স্বর্ণপদক এবং সিনিয়রের ৬২ কে জি বিভাগে প্রতিমা আচার্য ব্রোঞ্জ পদক জয় করেন। সিনিয়র বিভাগে মিঠুন দে ভালো লড়াই করেও পদক জয় করতে পারেননি। এছাড়া দলের কোচ উত্তম আচার্য জাতীয় রেফারিদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। রাজ্য গ্র‌্যাপলিং সংসথার সচিব উত্তম আচার্য এখবর জানিয়েছেন। তিনি রাজ্যদলের খেলোয়াড়দের পারফরম্যান্সে খুশি। আশা করেন এবারের সাফল্য আগামীদিনে আরও ভালো ফলাফল করতে সাহায্য করবে।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *