বিলোনীয়ায় দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত যুব কংগ্রেস কর্মী

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২৭ আগস্ট৷৷  দুষ্কৃতীর হাতে আক্রান্ত হয়ে গুরুতর আহত এক যুব কংগ্রেস কর্মী৷ ঘটনা শনিবার বিকেল তিনটা নাগাদ বিলোনিয়া থানাধীন হারুদাস টিলা এলাকায়৷ আহত যুব কংগ্রেস কর্মীর নাম আশীষ ভৌমিক৷ 

জানা যায় এই যুব কংগ্রেস কর্মী আশীষ তার বাড়ীর পাশে একটি বটগাছের নিচে বসে মোবাইল দেখছিলো৷ হঠাৎ করে কিছু দুষ্কৃতীকারী  এসে কংগ্রেস করার অপরাধে তাকে হুমকি দিতে থাকে৷ চলে বাকবিতন্ডা৷ এর পরই এই যুব কংগ্রেস কর্মীকে কিল-ঘুষি-লাথি এবং লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ৷ চিৎকার চেঁচামেচি শুনে কংগ্রেস কর্মীর মা এসে দুষ্কৃতীকারীদের হাত থেকে বাঁচাতে আসলে তার মাকেও  মারধর করে এবং রক্তাক্ত করে বলে অভিযোগ আক্রান্ত যুব কর্মীর৷  

মা এবং ছেলের চিৎকার চেঁচামেচি শুনে এলাকার লোকজন ছুটে আসলে দুষ্কৃতীকারীরা  পালিয়ে যায়৷ এলাকাবাসী ছুটে এসে তৎক্ষণাৎ আহত মা এবং ছেলেকে নিয়ে যায় বিলোনিয়া হাসপাতালে৷ প্রাথমিক চিকিৎসার পর আহত যুব কংগ্রেস কর্মী এবং তার মা এসে বিলোনিয়া থানায় জিডি এন্ট্রি করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *