সিন্থেটিক ফুটবল টার্ফের কাজ পরিদর্শন করলেন ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট।। রাজধানী আগরতলার উমাকান্ত ময়দানে ও মজলিশপুর শচীন্দ্রনগর স্কুলের মাঠে বিশ্বমানের “সিন্থেটিক ফুটবল টার্ফ” ফুটবল মাঠ নির্মাণের কাজ প্রায় শেষের পথে। ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত করার লক্ষ্যে  ৫ কোটি টাকা ব্যয়ে বিশ্বমানের  “সিন্থেটিক ফুটবল টার্ফ” তৈরীর কাজ চলছে। যদিও কাজ ইতিমধ্যেই প্রায় শেষের পথে। শনিবার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে ময়দানে নামলেন ক্রীড়া মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন প্রথমেই তিনি ছুটে গেলেন নিজের বিধানসভা কেন্দ্র মজলিশপুরের শচীন্দ্রনগর স্কুল মাঠে। সেখানে গিয়ে তিনি কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। কথা বলেন এই সিনথেটিক ফুটবল টার্ফ নির্মাণের সাথে যুক্ত আধিকারিকদের সাথে। আধিকারিকদের নির্দেশ দেন নির্মাণের অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার। পরে ক্রীড়া মন্ত্রী পরিদর্শন করলেন উমাকান্ত মিনি স্টেডিয়ামের কাজ। নির্মাণ কাজ পরিদর্শনকালে এদিন মন্ত্রীর সাথে ছিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, অধিকর্তা সুবিকাশ দেববর্মা, যুগ্ম অধিকর্তা পাইমং মগ, উপ-অধিকর্তা বনজিৎ বাগজী, বিপ্লব দত্ত সহ ক্রীড়া দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে এদিন ক্রীড়া মন্ত্রী অত্যাধুনিক ভাবে গড়ে উঠতে যাওয়া মাঠের কাজ খতিয়ে দেখলেন। একই সাথে তিনি এই বিশ্বমানের সিন্থেটিক ফুটবল টার্ফ” মাঠ এর নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করে  নির্মাণের সাথে যুক্ত আধিকারিকদের সাথে কথা বলে অতিদ্রুত এই “সিন্থেটিক ফুটবল টার্ফ” নির্মাণের অবশিষ্ট কাজ শেষ করার নির্দেশ দেন। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে ক্রীড়া মন্ত্রী বলেন,

ফুটবলকে জাগাতে, ফুটবলের পরিকাঠামোর উন্নয়নে এবং নতুন প্রতিভা অন্বেষণে সর্বোপরি ফুটবলের গুণমান বাড়ানোর লক্ষ্যে আন্তরিক বর্তমান সরকার। রাজ্যের ক্রীড়াক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর পরিকাঠামোগত উন্নয়নের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে এবং এরই অঙ্গ হিসেবে রাজ্য সরকারের আর্থিক আনুকূল্যে রাজধানী আগরতলার উমাকান্ত ময়দানে বিশ্বমানের “সিন্থেটিক ফুটবল টার্ফ” ফুটবল মাঠ নির্মাণের কাজও প্রায় শেষের পথে। রাজধানী আগরতলার ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত করার লক্ষ্যে ৫ কোটি টাকা ব্যয়ে বিশ্বমানের  “সিন্থেটিক ফুটবল টার্ফ” তৈরীর কাজ প্রায় শেষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *