প্রাক্তন পুর কাউন্সিলারকে পিটিয়ে হাসপাতালে পাঠাল দুষ্কৃতীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট৷৷ প্রাক্তন কাউন্সিলারকে তথা ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির নেতা বিপদ বন্ধু ঋষি দাসকে পুলিশের সামনে প্রকাশ্যে মারধরের ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ দুর্বৃত্তদের হামলায় আহত প্রাক্তন কাউন্সিলর বিপদ বন্ধুঋষি দাস বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ 

এ ব্যাপারে আমতলী থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতারের সংবাদ নেই৷ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ত্রিপুরা তপশীল জাতি সমন্বয় সমিতি৷ অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে৷ সংগঠনের তরফ থেকে অভিযোগ করা হয়েছে রাজ্যে গণতন্ত্র বিপন্ন৷ বিরোধীদের রাজনৈতিক অধিকার এবং বাক স্বাধীনতা হরণ করার প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে শাসক দল৷ শাসক দলের দুর্বৃত্ত বাহিনী রাজ্যের বিভিন্ন স্থানে বিরোধী দলের নেতা কর্মী সমর্থকদের হামলা বাড়িঘর ভাঙচুর সহ নানা অঘটন ঘটিয়ে চলেছে৷ 

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে৷ তাতে বিরোধী দলের নেতাকর্মী সমর্থকরা নিরাপত্তা নিয়ে রীতিমতো সংশয়ে পড়েছেন৷ অভিযোগ,ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির নেতা তথা  প্রাক্তন মেয়র ইন কাউন্সিল বিপদ বন্ধু ঋষিদাসকে বেধরক মারধোর করে কিছু দুসৃকতি৷ আমতলি থানার পুলিশের সামনেই এই ঘটনা বলে অভিযোগ৷ অথচ পুলিশ ছিলো নির্বাক৷  বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *