ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট।। লক্ষ্য একটাই। মাঠে ভালো খেলা উপহার দেওয়া। আগামীকাল বিশ্রামগঞ্জ প্লে সেন্টার মাঠে নামছে কিল্লা মর্নিং ক্লাবের বিরুদ্ধে। টি এফ এ আয়োজিত মহিলা লিগ ফুটবল টুর্নামেন্টে। দল যথেষ্ট ব্যালান্সড। নতুন পুরানো খেলোয়াড়ে সমৃদ্ধ টিম, প্রথম ম্যাচেই ভালো খেলা উপহার দেওয়ার পাশাপাশি জয়ের স্বাদ পেতে চাইছে। প্রথম ম্যাচে জয়ী হতে পারলে খেলোয়াড়দের মনোবল অনেকটা বেড়ে যায়। নিভা সার্জিক্যাল-এর পক্ষ থেকে খেলোয়াড়দের জার্সি স্পন্সর করা হয়েছে। আজ, শুক্রবার সন্ধ্যায় ত্রিপুরার স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের টেন্টে আহূত এক সাংবাদিক সম্মেলনে খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন। পাশাপাশি দলের ক্যাপ্টেন হিসেবে উর্বিনা আরেং- এর নাম এবং ভাইস ক্যাপ্টেন হিসেবে এলিসা জমাতিয়ার নামও ঘোষণা করা হয়। অনুষ্ঠানে দলের কোচ সুজিত কুমার ঘোষ, চেয়ারম্যান শ্যামলী দেববর্মা এবং সেন্টারের কনভেনার শ্যাম মানিক দেবনাথ, জয়েন্ট কনভেনার মানিক দেববর্মা, কোষাধ্যক্ষ জুয়েল ঘোষ প্রমূখ উপস্থিত ছিলেন।