ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট।। ক্রীড়ামন্ত্রী এবং ক্রীড়া দপ্তরের অধিকর্তার দ্বারস্থ হলেন কাবাডি খেলোয়াড়রা। শুক্রবার সন্ধ্যায়। এবছর পাটনায় ১-৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাতীয় কাবাডি প্রতিযোগিতা। ওই আসরে অংশগ্রহণ করবে ত্রিপুরা। সেই লক্ষ্যে শনিবার সকালে কৈলাসহরের রামগুনা স্কুলের হবে নির্বাচনী শিবির। শুক্রবার ওই খবর বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পরই ক্ষোভে ফেটে পড়েন কাবাডি খেলোয়াড়রা। তাদের দাবি মাত্র ১দিন আগে নোটিশ দিলে কীভাবে শিবিরে অংশ নেওয়া যায়। তারপরও শনিবার সকালের ট্রেণে রওয়ানা হলে রামগুনা স্কুলে পৌঁছতে প্রায় সাড়ে ১০ টা বেজে যাবে। ফলে নির্বাচনী শিবিরে অংশ নেওয়া পশ্চিম জেলার পাশাপাশি গোমতি এবং দক্ষিণ জেলার খেলোয়াড়দের সম্ভব নয়। ক্ষোভে এদিন সন্ধ্যায় ক্রীড়ামন্ত্রী এবং ক্রীড়া দপ্তরের অধিকর্তার সঙ্গে দেখা করেন ক্ষুব্ধ খেলোয়াড়রা। খেলোয়াড়দের দাবি শনিবারের নির্বাচনী শিবির যেনও বন্ধ রাখা হয়। এবং পরবর্তী দিনক্ষণ যাতে দুদিন আগে জানিয়ে দেওয়া হয়।