ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট।। রাজ্য হ্যান্ডবল প্রতিযোগিতা এবছর হবে আগরতলায়। উমাকান্ত মিনি স্টেডিয়ামের হ্যান্ডবল কোটে হবে আসর। উদ্যোক্তাদের আশা দূর্গা পূজোর আগেই আসর করার। সেই লক্ষ্যে আসরের দিনক্ষণ ঠিক করার জন্য ২৮ আগস্ট ডাকা হয়েছে সভা। এগিয়ে চলো সঙ্ঘে ওইদিন সকাল ১১ টায় হবে সভা। তাতে জেলা সংস্থার কর্তাদের পাশাপাশি রাজ্যের সিনিয়র হ্যান্ডবল খেলোয়াড়রাও উপস্থিত থাকবেন। এখবর জানিয়েছেন রাজ্য সংস্থার সচিব লিটন রায়। তিনি যথাসময়ে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।