ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট।। প্রীতি ফুটবল ম্যাচ ৩০ আগস্ট। রমেশ সোস্যাল সেন্টারের ব্যবস্থাপনায়। ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপন উপলক্ষ্যে ওই প্রীতি ম্যাচের আয়োজন। ওই দিন বিকেল ৩ টায় কে বি আই মাঠে হবে ম্যাচটি। তাতে খেলবে আগরতলার ফ্রেন্ডস ইউনিয়ন এবং জম্পুইজলা একাদশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উপস্থিত থাকবেন। এছাড়া, অন্যান্যদের মধ্যে উদ্যোক্তা সেন্টারের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। প্রীতি ম্যাচ নিয়ে ইতিমধ্যে ব্যাপক প্রচার চলছে বলে সংবাদ সূত্রে জানা গেছে।