আগরতলা, ২৫ আগস্ট (হি. স.) : ত্রিপুরা ন্যাশনাল ই-বিধান অ্যাপ্লিকেশন (নেভা) কার্যকর করার জন্য সমস্ত ব্যবস্থা ও প্রক্রিয়া সম্পূর্ণ বৈধ উপায়ে ভারত সরকারের মিনিস্ট্রি অব পার্লামেন্টারি অ্যাফেয়ার্স কর্তৃক নির্দেশিত গাইডলাইন অনুসরণ করেই নির্বাচিত সংস্থাকে বরাত দেওয়া হয়েছে। কেন্দ্রীয়স্তরে গঠিত এমপাওয়ার্ড কমিটি এই প্রকল্পটির জন্য ৮ কোটি ৯৫ লক্ষ ৩২ হাজার ৯৫০ টাকার অনুমোদন করেছে। আজ ত্রিপুরা বিধানসভার সচিবালয়ের সচিবের কক্ষে সাংবাদিক সম্মেলনে বিধানসভার সচিব বি পি কর্মকার এই তথ্য দিয়েছেন।
এদিন তিনি বলেন, উৎসাহিত যোগ্য আইটি সিস্টেম ইন্টিগ্রেটার ফার্মগুলির কাছ থেকে এক্সপ্রেশন অব ইন্টারেস্ট আহ্বান করা হয় বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে এবং প্রত্যুত্তরে ১১টি ফার্ম উপস্থিত হয়ে বিধানসভার সেক্রেটারিয়েট থেকে এক্সপ্রেশন অব ইন্টারেস্ট ডকুমেন্ট সংগ্রহ করে এবং পরে ৬টি ফার্ম তাদের বিড জমা করে।
তিনি জানান, বিধানসভার সেক্রেটারিয়েটে গঠিত মূল্যায়ন কমিটি বিডগুলির পর্যালোচনাক্রমে তিনটি ফার্ম যথাক্রমে এসবিএল নলেজ সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, ম্যাগনাম নেটওয়ার্ক সাপোর্ট প্রাইভেট লিমিটেড এবং ইন্টারলেইস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডকে প্রযুক্তিগতভাবে যোগ্য ঘোষণা করে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে তাদের কমার্শিয়াল বিড জমা দেওয়ার আহ্বান জানায়। ওই তিনটি ফার্মই তাদের কমার্শিয়াল বিড জমা দেয় এবং এই কমার্শিয়াল বিডগুলির পর্যালোচনাক্রমে মূল্যায়ন কমিটি এসবিএল নলেজ সার্ভিসেস প্রাইভেট লিমিটেডকে কোয়ালিফাইড লোয়েস্ট বিডার হিসেবে সিদ্ধান্ত নেয় এবং উক্ত ফার্মকে ওয়ার্ক অর্ডার ইস্যু করার জন্য প্রস্তাব করে।সচিব শ্রীকর্মকার আরও জানান, এসবিএল নলেজ সার্ভিসেস প্রাইভেট লিমিটেড ফার্মের নির্বাচনের পুরো প্রক্রিয়াটি নেভা নির্দেশিকা মেনে সম্পন্ন করা হয়েছে এবং এখনও পর্যন্ত উক্ত নির্বাচন প্রক্রিয়া বা নির্বাচিত সংস্থার যোগ্যতা নিয়ে কোনও অভিযোগ কর্তৃপক্ষের নিকট কোনও পক্ষ থেকে পেশ করা হয়নি। সাথে তিনি যোগ করেন, ত্রিপুরা বিধানসভা কর্তৃপক্ষের কেউ এসবিএল নলেজ সার্ভিসেস প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে কাজ করেন না।

