লামডিং (অসম), ২৫ আগস্ট (হি.স.) : লামডিং স্টেশন থেকে প্রায় ৭৫ লক্ষ টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার করেছে রেল পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে ১৫৬২৫ দেওঘর-আগরতলা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে বৃহৎ পরিমানের ব্রাউন সুগার উদ্ধার করেছে রেল পুলিশ (আরপিএফ)।
রাজ্য সরকার ও পুলিশ ড্রাগসের বিরুদ্ধে যখন কঠোর স্থিতি গ্রহণ করেছে ঠিক সে সময় ড্রাগস পাচারকারীরা পুলিশের চোখে ধুলো দিয়ে ড্রাগস সরবরাহ অব্যাহত রেখেছে। প্রতিদিনই রাজ্যে কোটি কোটি টাকা মূল্যের নিষিদ্ধ নানা ধরনের ড্রাগস ব্রাউন সুগার, হেরোইন, গাঁজা ইত্যাদি উদ্ধার করছে পুলিশ।
বুধবার ভোর রাতে ১৫৬২৫ নম্বর দেওঘর-আগরতলা এক্সপ্রেস ট্রেনটি লামডিং স্টেশনে পৌঁছার পর রেল পুলিশ ট্রেনে তল্লাশি চালায়। এতে ট্রেনের একটি বাতানুকুল কামরার শৌচাগারে একটি ব্যাগে ৫৭টি সাবান কেসে ৭৫৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে আরপিএফ। উদ্ধারকৃত ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় ৭৫ লক্ষ টাকা। তবে রেল পুলিশ ট্রেন থেকে এই ব্রাউন সুগার উদ্ধার করলেও ড্রাগস পাচারকারী কাউকে গ্রেফতার করতে পারেনি।