নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৪ আগস্ট৷৷ যান দুর্ঘটনা পিছু ছাড়ছে না৷ ফের নিয়ন্ত্রণ হারিয়ে যান দুর্ঘটনার কবলে একটি সুকটি৷ দুর্ঘটনায় গুরুতর আহত সুকটিতে থাকা সুকটির চালক৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল ১৬ ঘড়িয়া এলাকায় তেলিয়ামুড়া খোয়াই সড়কে বুধবার৷ জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল ১৬ ঘড়িয়া এলাকায় তেলিয়ামুড়া খোয়াই সড়কে টিআর০১এক্স৪৮৩২ নম্বরের একটি সুকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয় সুকটিতে থাকা সুকটির চালক৷ আহত ব্যক্তির নাম বাসুকি জমাতিয়া৷ ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে স্থানীয় এলাকার লোকজন খবর দেয় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের৷ তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীরা দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷
2022-08-24