নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট৷৷ ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচন এবং আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় সংগঠনকে ঢেলে সাজাতে ও দলীয় নেতা কর্মীদের মনোবল বাড়াতে দুদিনের রাজ্য সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷ বিজেপির দলীয় সূত্রে জানা গেছে,আগামী ২৮-২৯ আগষ্ট ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা দু’’দিনের ত্রিপুরা সফরে আসছেন৷ তাঁর সফরকালে খুমলুং-এ অনুষ্ঠিত হবে জনসভা৷ খুমলুং-এ আয়োজিত জনসভাকে ঐতিহাসিক রূপদানের লক্ষ্যে মঙ্গলবার খুমলুং এ জনসভাস্থলটি পরিদর্শন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ও রামপদ জমাতিয়া৷ জনসভার মঞ্চ নির্মাণ থেকে শুরু করে যাবতীয় প্রস্তুতিমূলক কাজগুলো খতিয়ে দেখেন তারা৷ জনসভাস্থল পরিদর্শনকালে সঙ্গে ছিলেন ভারতীয় জনতা পার্টির আসাম ও ত্রিপুরা প্রদেশের দ্বায়িত্বপ্রাপ্ত সংগঠন মহামন্ত্রী ফনীন্দ্র নাথ শর্মা সহ বিজেপির অন্যান্য রাজ্য নেতৃত্ব৷ উল্লেখ্য, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এই প্রথম ত্রিপুরা সফরে আসছেন৷ এর আগেও দুই তিনবার তিনি ত্রিপুরায় আসার জন্য প্রস্তুতি নিলেও নানা কারণে তা সম্ভব হয়ে উঠেনি৷ এবার তিনি ত্রিপুরায় আসছেন এবং খুমুলুং-এ জনসভা করবেন৷ তবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার খুমুলুঙ-এ সভা করার বিষয়টি রাজনৈতিক ভাবে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ আগামী নভেম্বরে ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা৷ তার মাস খানেক পরেই অনুষ্ঠিত হবে রাজ্যের বিধানসভা নির্বাচন৷ সব মিলিয়ে নাড্ডার এই সভা এবং ত্রিপুরা সফর, রাজ্য রাজনীতির ক্ষেত্রেও বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ উল্লেখ্য বিগত বিধানসভা নির্বাচনের আগেও ত্রিপুরাকে নিজেদের দখলে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বিজেপির সর্বভারতীয় নেতৃবৃন্দ দফায় দফায় ত্রিপুরা সফর করেছেন এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির বিষয়ে সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন৷ এবছরও বিধানসভা নির্বাচনে যাতে বিজেপির জয় নিশ্চিত হয় এবং আসন সংখ্যা আরো বাড়ানো যায় সেই লক্ষ্যকে সামনে রেখেই বিজেপির সর্বভারতীয় সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ রাজ্য সফরে আসার প্রস্তুতি নিচ্ছেন বলে দলীয় সূত্রটি জানিয়েছে৷