নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট৷৷ বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে চিকিৎসাধীন এক রোগিনী নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায়, বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে নিখোঁজ মায়া রানী দেবনাথ (৫০) নামে এক রোগিনী৷ ঘটনা সোমবার বিকেল নাগাদ৷ কিন্তু বিষয়টি নজরে আসে রাত নয়টা নাগাদ শিফট পরিবর্তন হওয়ার পর৷ সোমবার সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি৷ ভর্তি হওয়ার পর যথারীতি স্যালাইনও দেওয়া হয়৷ কিন্তু বিকেলে কোন এক সময়ে সবার চোখে ফাকি দিয়ে হাসপাতাল ছেড়ে কোথাও চলে য়ায় মায়া রানী দেবনাথ নামে ওই রোগিনী৷ বাধ্য হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিশালগড় মহিলা থানায় একটি মিসিং ডায়েরি করেছেন৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷