চড়াইদেও (অসম), ২৩ আগস্ট (হি.স.) : চড়াইদেও জেলার নামতোলা অঞ্চলের সোনারির অসম-নাগাল্যান্ড অন্তঃরাজ্য সীমান্তবর্তী এলাকায় মাদক-বিরোধী অভিযান চালিয়ে পুলিশ বহু পরিমাণের নেশার ট্যাবলেট এবং নগদ টাকা উদ্ধার করেছে। এর সঙ্গে আটক করা হয়েছে দুই মহিলা সহ তিনজনকে।
আজ মঙ্গলবার মাদক-বিরোধী অভিযান চালিয়েছিল নামতোলা পুলিশ। নামতোলার টিলা লাইনে সংগঠিত অভিযানে প্রথমে নাগাল্যান্ডের বাসিন্দা নানসা কন্যাক এবং স্থানীয় দুই মহিলা নানু লিম্বু ও ভারতী রায় নামের তিনজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে পুলিশ ৯১টি নেশাজাতীয় ট্যাবলেট বাজেয়াপ্ত এবং কয়েক হাজার নগদ টাকা সহ এক নাগা যুবক ও দুই মহিলাকে আটক করতে সক্ষম হয়েছে। পুলিশ আটক তিনজনকে সোনরি রজাপুখুরি অসামরিক হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছে। ধৃতদের মাদক কারবার সম্পর্কিত নানা বিষয়ে জেরা চলছে বলে জানা গেছে।