BRAKING NEWS

মুঙ্গিয়াকামীতে বিজেপি জনজাতি মোর্চার সভায় হামলা, আহত রাজ্য সভাপতি, কঠগড়ায় মথা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট৷৷ আগামী নভেম্বর মাসেই সম্ভবত ত্রিপুরা সরাসরি জেলা পরিষদের ভিলেজ কমিটির নির্বাচন হতে চলেছে৷ আদালতের নির্দেশেই এই নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রবল৷ ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে পাহাড়ি এলাকার রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে৷ বিশেষ করে তিপরা মথার তান্ডবে উত্তপ্ত পাহাড়৷ তারা একতরফা ভাবে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ রাজ্যের শাসক দল বিজেপি সহ অন্যান্য দলগুলিকে জেলা পরিষদ এলাকায় সাংগঠনিক তৎপরতা চালাতে দিচ্ছে না৷ যেখানেই শাসকদল বিজেপি সাংগঠনিক তৎপরতা চালানোর চেষ্টা করছে সেখানেই হামলা চালানো হচ্ছে৷ তাতে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রশ্ণের সম্মুখীন৷ মঙ্গলবার রাজনৈতিক সন্ত্রাসে উত্তপ্ত হয়ে উঠে মুঙ্গিয়াকামী বাজার এলাকা৷  মঙ্গলবার বিজেপি জনজাতি মোর্চার বাজার সভাকে কেন্দ্র করে মুঙ্গিয়াকামী বাজারে তিপ্রা মথা দলের কর্মী সমর্থকদের হাতে আক্রান্ত হয়েছেন বিজেপি জনজাতি মোর্চার রাজ্য সভাপতি বিকাশ দেববর্মা সহ  দলের বেশ কয়েকজন কর্মী সমর্থক৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিজেপি ত্রিপুরা প্রদেশের সহ-সভাপতি পাতাল কন্যা জমাতিয়া৷ তিনি এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে অভিযুক্তদের চিহ্ণিত করে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন৷ উল্লেখ্য, আগামী ২৯ আগস্ট  বিজেপি সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডার খুমলুং জনসভাকে কেন্দ্র করে গোটা রাজ্যের বিভিন্ন এ.ডি.সি এলাকায় প্রচার চলছে জোর কদমে৷ মঙ্গলবার জনজাতি মোর্চার রাজ্য সভাপতি বিকাশ দেববর্মা মুঙ্গিয়াকামীতে  বাজার সভায় অংশগ্রহণ করতে সেখানে আসেন৷ এদিকে তিপ্রামথা দলের কর্মী সমর্থকেরা আগে থেকেই মঙ্গিয়াকামী বাজারে জড়ো হয়ে থাকে৷ বিকাশ দেববর্মা উপস্থিত হতেই উত্তেজিত হয়ে উঠে তিপ্রামথা দলের কর্মী সমর্থকরা৷ মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে৷  আচমকাই তিপ্রামথা দলের একাংশ দুষৃকতিকারী বিকাশ দেববর্মা ও  দলীয় কর্মী সমর্থকদের উপর হামলা চালায়৷ ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তা বাহিনীর জওয়ানরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ পরবর্তীতে জনজাতি মোর্চার রাজ্য সভাপতি বিকাশ দেববর্মা সহ আহতদের নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷ বর্তমানে তাদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷ এই ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ছুটে আসেন বিজেপি ত্রিপুরা প্রদেশের সহ-সভাপতি পাতাল কন্যা জমাতিয়া৷ পরিস্থিতি থমথমে৷ এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ ফের যে কোন সময়ে হিংসাত্মক কার্যকলাপ সংঘটিত হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে৷ ত্রিপুরা সুশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে জেলা পরিষদ এলাকার রাজনৈতিক পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে তাতে নির্বাচন করব কতটা অবাধ শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভাবে সংগঠিত করা সম্ভব হবে তা নিয়েও বিভিন্ন রাজনৈতিক মহল থেকে নানা প্রশ্ণ উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *