রায়পুর, ২৩ আগস্ট (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী ২৭ আগস্ট একদিনের সফরে ছত্তিশগড় যাবেন । এই সময়ে, তিনি প্রধানমন্ত্রী মোদীর উপর লেখা মোদী @ ২০ ড্রিমস মিট ডেলিভারি বইয়ের উপর আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন।
বিজেপি সূত্রে খবর, অমিত শাহ ২৭ আগস্ট ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের দীনদয়াল উপাধ্যায় অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে লেখা মোদী @ ২০ ড্রিমস মিট ডেলিভারি বইয়ের উপর আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন । এর পরে, তিনি ছত্তিশগড়ে বিজেপির সাংগঠনিক কাজ পর্যালোচনা করতে একটি বৈঠক করবেন