BRAKING NEWS

মেলারমাঠ পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট৷৷ রাজধানী আগরতলা শহরের মেলার মাঠ পুকুর থেকে মঙ্গলবার সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷ সংবাদ সূত্রে জানা যায় স্থানীয় বাসিন্দারা মেলার মাঠ পুকুরে একটি মৃতদেহ ভাসতে দেখেন৷ মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং পুকুর থেকে ভাসমান মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে পুকুরের স্নান করতে এসেই হয়তোবা ওই ব্যক্তি জলে পড়ে গেছে৷ তবে এর পেছনে অন্য কোন কারণ আত্মগোপন করে রয়েছে কিনা তা নিয়েও জনগণের নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ জানা গেছে, মৃত ব্যক্তি বটতলা রিক্সা স্ট্যান্ডে থাকে৷ সাধু নামে নাকি সবাই চিনে৷ প্রশ্ণ হলো, কি ভাবে মৃত্যু হয়েছে? পুকুরের জলে কিভাবে লাশ এলো? তদন্ত শুরু করেছে পুলিশ৷ পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুজনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে বটতলা আউটপোস্টের পুলিশ জানিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *