ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট।। জয় দিয়ে সূচনা জে.আর.সি-র। সম্প্রীতির বাতাবরণে সম্পৃক্ত প্রীতি ক্রিকেট ম্যাচ মূলত সম্মীলন তৈরীর এক মাইলস্টোন। ক্রিকেটার্স গার্জিয়ান ফোরাম বিশেষ করে প্রগতি প্লে সেন্টারের হয়ে যে ক্ষুদে ক্রিকেটাররা দাপিয়ে খেলছে তাদের গার্জিয়ানদের গড়া ফোরাম প্রীতি ম্যাচে সামিল হয়েছিল, জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সঙ্গে। বিষয়টাকে আরও দারুন এক মাত্রা বয়ে এনে দিয়েছে কোচ নয়ন মনি দেববর্মা কর্তৃক প্রগতি প্লে সেন্টারের পক্ষ থেকে রাজ্যের বেশ কজন ক্রীড়া সংগঠক ও ক্রীড়া ব্যক্তিত্বকে সংবর্ধনা জ্ঞাপন করার মধ্য দিয়ে। নরসিংগড় পঞ্চায়েত গ্রাউন্ডে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট ম্যাচে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব অনেকটা রোমাঞ্চকরভাবে দুই উইকেটের ব্যবধানে ক্রিকেটার্স গার্জিয়ান ফোরামকে পরাজিত করেছে। যদিও বিনোদনমূলক সম্প্রীতির মেলবন্ধনে পারস্পরিক উৎসাহ উদ্দীপনায় দু’ দলেরই জয় অর্থাৎ ক্রিকেটের জয় হয়েছে বলা চলে। সকাল ১০টায় ম্যাচ শুরুতে টস জিতে ক্রিকেটার্স গার্জিয়ান ফোরাম প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ১৮.৪ ওভার খেলে সব ক’টি উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সুমন ভট্টাচার্য সর্বাধিক ২১ রান পায়। এছাড়া, সঞ্জীব রেমার ১৭ রান, বিদুন দেববর্মার ১৭ রান এবং রাজেশ ভট্টাচার্যের ১২ রান উল্লেখযোগ্য। জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের বোলার অনির্বাণ দেব একাই পাঁচটি উইকেট তুলে নেয় ১৫ রানের বিনিময়ে। সেরা বোলারের খেতাবটিও অনির্বাণের দখলে। এছাড়া সুকান্ত সাহা দুটি, অভিষেক দে ও দিব্যেন্দু দে একটি করে উইকেট পেয়েছে। বিশ্বজিৎ দেবনাথ ও বাপন দাসের বোলিংও বেশ নজর কেটেছে। জবাবে ব্যাট করতে নেমে জে.আর.সি ১৫.২ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে ওপেনার মেঘধন দেব সর্বাধিক ৩৬ রান সংগ্রহ করে একদিকে যেমন জয়ের জন্য দলের ভিত গড়ে দেয় অপরদিকে ম্যাচে সেরা ব্যাটসম্যানের পুরস্কারও পায়। এছাড়া, সুকান্ত সাহার অপরাজিত ২১ রান ও বাপন দাসের ১০ রান উল্লেখ করার মতো। প্রসেনজিৎ সাহা, কৌশিক সমাজপতি, সুব্রত দেবনাথ ও বিপ্লব বিশ্বাসের পারফরমেন্স জে.আর,সি-র জয়ের পেছনে বিশেষ ভূমিকা রেখেছে। সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েছেন গার্জিয়ান ফোরামের বিদুন দেববর্মা। যুগ্মভাবে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন অনির্বাণ দেব ও সুকান্ত সাহা। খেলা শেষে মাঠে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে জে.আর.সি-র সভাপতি সুপ্রভাত দেবনাথ সহ উপস্থিত অতিথিবর্গ বিজয়ীদের হাতে পুরস্কার স্বরূপ সুদৃশ্য ট্রফি তুলে দেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রগতি প্লে সেন্টারের পক্ষ থেকে কোচ নয়ন মনি দেববর্মা, টিসিএ-র সভাপতি তপন লোধ, টিসিএ-র টুর্নামেন্ট কমিটির কনভেনার উত্তম চৌধুরী, সিনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান জয়ন্ত দে, জুনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান স্বপন নাথ, বিশিষ্ট সমাজসেবী প্রশান্ত ভৌমিক, জে.আর.সি-র সচিব অভিষেক দে এবং যুগ্ম-সচিব অনির্বাণ দেবকে সংবর্ধনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, প্রীতি ক্রিকেট ম্যাচ দারুন ভাবে অনুষ্ঠিত হওয়ায় জে.আর.সি-র সচিব অভিষেক দে এবং কোচ নয়ন মনি দেববর্মা ম্যাচ আম্পায়ার অর্জুন দেববর্মা ও ত্রিদিব চক্রবর্তীর পাশাপাশি গ্রাউন্ড স্টাফ সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।