নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷ শনিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক বৈঠকের আয়োজন করা হয়৷ বৈঠকে সভাপতিত্ব করেছেন মেয়র দীপক মজুমদার৷ সামনেই দুর্গাপূজা৷ দুর্গাপূজাকে কেন্দ্র করে দশমীঘাট এবং প্রতিমা নিরঞ্জন সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে৷ বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন ক্লাব, সমাজসেবক এবং শহরের বিশিষ্ট নাগরিকেরা৷ উপস্থিত ছিলেন মহকুমা প্রশাসক ও প্রশাসনের বিভিন্ন আধিকরিকরা৷ দুর্গা পুজোকে কেন্দ্র করে আগরতলা দশমী ঘাটের বিভিন্ন জায়গা গুলি উন্নয়ন করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এদিন৷ কোনো ধরনের খামতি যেন না থাকে সেই বিষয়েও ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন মেয়র৷ এছাড়াও সুষ্ঠ বিসর্জনের জন্য ক্লাবগুলি যেন সহায়তা করে সেই আহ্বান জানিয়েছেন মেয়র৷