নয়াদিল্লি, ২০ আগস্ট ( হি.স.) : বুলগেরিয়ার সোফিয়ায় জুনিয়র ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে মহিলাদের ৫৩ কেজি বিভাগে স্বর্ণপদক জয়ের জন্য অন্তিম পাঙ্গলকে অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাঙ্গল প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে জুনিয়র ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন।
অমিত শাহ টুইট করেছেন, গর্বের মুহূর্ত। ইতিহাস তৈরি করার জন্য এবং অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলা হওয়ার জন্য অন্তিম পাঙ্গলকে অভিনন্দন। ভারত আপনার কঠোর পরিশ্রম এবং প্রতিশ্রুতিকে সালাম জানায়। আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনার জন্য শুভ কামনা।
প্রসঙ্গত, ভারতের প্রথম মহিলা কুস্তিগির হিসাবে অনূর্ধ্ব-২০ বিশ্ব কুস্তিতে সোনা জিতেছেন অন্তিম পাঙ্গল। বুলগেরিয়ার সোফিয়াতে চলা এই প্রতিযোগিতায় শুক্রবার ফাইনালে কাজাখস্তানের অটলিন শাগায়েভাকে ৮-০ পয়েন্টে হারিয়ে সোনা জিতেছেন অন্তিম। এই প্রতিযোগিতায় আগে কোনও দিন সোনা জেতেনি ভারত।