মুম্বই, ২০ আগস্ট ( হি.স.) : মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক বিভাগ ৫০ বছর বয়সী এক বিদেশী মহিলার কাছ থেকে প্রায় ৫ কোটি টাকার ৫০০ গ্রাম মাদকদ্রব্য উদ্ধার করেছে। এ ছাড়া দুই কোটি টাকার সোনা পাচারের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে শুল্ক বিভাগ। শনিবার শুল্ক আধিকারিকরা সাংবাদিকদের জানান, কাস্টমস এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের (এআইইউ) অফিসাররা ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের এক বিদেশি মহিলা বিন্টু জানেহকে আটক করে। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে মুম্বই আসেন ওই মহিলা। তার ব্যাগে কোকেন লুকানো ছিল। এই কোকেন মুম্বইয়ের এক ব্যক্তিকে দেওয়ার কথা ছিল। কাস্টমস জানিয়েছে, তার হাতব্যাগ থেকে ৫০০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়েছে। বিন্টু জানেহকে ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে সে জানায় সে একটি দরিদ্র পরিবারের সদস্য। তাকে মুম্বইতে তার ব্যক্তির কাছে মাদক সরবরাহ করার জন্য একজন অজানা ব্যক্তি টাকা দিয়েছিল। ধৃত মহিলাকে জিজ্ঞাসাবাদ করে শুল্ক বিভাগের কর্তারা তার সহযোগীদের চিহ্নিত করার চেষ্টা করছেন।
2022-08-20

