BRAKING NEWS

টি-২০ ক্লাব ক্রিকেটে স্ফুলিঙ্গ-কেথামিয়ে ইউনাইটেড ফ্রেন্ডস শেষচারে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট।। বরাবরের মতোই ইউনাইটেড ফ্রেন্ডস সেমিফাইনালের ছাড়পত্র ছিনিয়ে নিয়েছে। হেরে বিদায় স্ফুলিঙ্গের। টি-টোয়েন্টি সিনিয়র ক্লাব ক্রিকেটের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইউনাইটেড ফ্রেন্ডস ২১ রানের ব্যবধানে স্ফুলিঙ্গকে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করেছে। পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে সকালের ম্যাচে সেন্টু সরকার ও দীপক ক্ষৈত্রীর অনবদ্য ব্যাটিং-এর কাছে হার মানতে হয়েছে স্ফুলিঙ্গের শ্রীদাম পাল ও দীপক প্রসাদের ব্যাটিং-কে। প্রিয়াংশু গৌতমের একটি ওভারে পরপর দুটি মূল্যবান উইকেটের পতন স্ফুলিঙ্গকে অনেকটা পিছিয়ে দেয়। সকালে নির্ধারিত সময়ে ম্যাচ শুরুতে টস জিতে স্ফুলিঙ্গ প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ইউনাইটেড ফ্রেন্ডস প্রথমে ব্যাটিং-এর সুযোগ পেয়ে সীমিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সেন্টু সরকারের ৭৭ রান এবং দীপক ক্ষৈত্রীর ৬৬ রান উল্লেখযোগ্য। ৫০ বল খেলে আটটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে সেন্টু ৭৭ রান পায়। দীপক ৬৬ রান পেয়েছে ২৮ বল খেলে আটটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি সহযোগে। স্ফুলিঙ্গের রোহিত পারাখ ৩১ রানে তিনটি এবং অজয় সরকার ২৬ রানে দুইটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে স্ফুলিঙ্গ ৭ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করতেই সীমিত ২০ ওভার শেষ হয়ে যায়। দলের পক্ষে ওপেনিং জুটি ব্যর্থ হলেও শ্রীদাম পালের ৬৩ রান এবং দীপক প্রসাদের ৬০ রান উল্লেখ করার মতো ছিল। অন্যদের ব্যাটিং ব্যর্থতায় জয়ী হওয়া সম্ভব হয়নি। ইউনাইটেড ফ্রেন্ডসের অপূর্ব বিশ্বাস ৩০ রানের বিনিময়ে তিনটি এবং দীপক ক্ষৈত্রী ও প্রিয়াংশু গৌতম দুটি করে উইকেট পেয়েছে। একদিকে যেমন ইউনাইটেড ফ্রেন্ডস ২১ রানের ব্যবধানে জয়ী হয়ে শেষ চারে পৌঁছেছে, অপরদিকে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে দীপক ক্ষৈত্রী পেয়েছে ম্যান অফ দ্য ম্যাচের খেতাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *