ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট।। প্রত্যাশিতভাবেই দ্বিতীয় বর্ষ ‘অপর্ণা দত্ত’ স্মৃতি ট্রফি ঘরে তুললেন কলোম্বিয়ার গ্র্যান্ডমাস্টার রিউজ ক্রিস্টাইন কামিলো। দশম রাউন্ড শেষে সাড়ে ৯ পয়েন্ট নিয়ে কামিলোর সঙ্গে শীর্ষে ছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার দাবাড়ু পর্তুগালের ডেলগাডো রামিরেজ নিউরিস। শেষে ভোকলসে নিউরিসকে পেছনে ফেলে সেরার সম্মান পান কামিলো। মেট্রিক্স চেস আকাদেমি আয়োজিত দ্বিতীয় বর্ষ ‘অপর্ণা দত্ত’ স্মৃতি আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা শেষ হয় বৃহস্পতিবার। মনোরঞ্জন দে ট্রাস্টের সহায়তায় ৬ দিন ব্যাপী আসর হয় এন এস আর সি সি-র যোগা হলে। এদিন সকালে হয় দশম তথা শেষ রাউন্ডের খেলা। বিকেলে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত, এইচ আর ওয়ারিয়র ফিটনেস জিমের কর্ণধার বাপি দে এবং আসরের চিফ আরবিটর অসিত বরণ চৌধুরি। এবারের আসরে ত্রিপুরার সম্মান রক্ষা করে বিষ্ময় বালিকা আর্শিয়া দাস এবং দেবাঙ্কুর ব্যানার্জি। আর্শিয়া নবম এবং দেবাংকুর ১৯ তম স্থান দখল করে। এছাড়া ত্রিপুরার আর কোনও দাবাড়ু প্রথম ২০ জনে স্থান করে নিতে পারেনি। আসরে তৃতীয় স্থান দখল করে অনূর্ধ্ব-১২ জাতীয় দাবায় সেরা দাবাড়ু উত্তর প্রদেশের শুভি গুপ্তা। ৮ পয়েন্ট পেয়ে ভোকলসে পিছিয়ে চতুর্থ স্থান দখল করে অসমের অভ্রজ্যোতি নাথ। সাড়ে ৭ পয়েন্ট পেয়ে ভোকলসে পঞ্চম থেকে দশম স্থান দখল করেন যথাক্রমে বিহারের কুমার গৌরব, বাংলার সৌরিন ভট্টাচার্য, আসমের মৃন্ময় রাজকোয়া, অসমের ইফতিকার আলম মজুমদার, ত্রিপুরার আর্শিয়া দাস এবং বাংলার সাম্যক ধারেয়া। এছাড়া ১১৯৯ রেটিং দাবাড়ুদের মধ্যে ত্রিপুরার অনুরাগ ভট্টাচার্য পঞ্চম,১৫৯৯ রেটিং দাঈ দাবাড়ুদের মধ্যে ত্রিপুরার রাজবীর আহমেদ তৃতীয়, মহিলা দাবাড়ুদের মধ্যে ত্রিপুরার অরুণিখা ঘোষ দ্বিতীয়,পূর্বোত্তরের দাবাড়ুদের মধ্যে আনাবিল গোস্বামী দ্বিতীয়, রাজ্যের দাবাড়ুদের মধ্যে বাপু দেববর্মা, দীপক চৌহান, টাইটন দেববর্মা, আনরেটেড দাবাড়ুদের মধ্যে ধ্রুবজ্যোতি রক্ষিত,৫০ উর্ধ্ব বিভাগে বিশ্বজিৎ নাগ, অনূর্ধ্ব-১০ বিভাগে মেহেকদ্বীপ গোপ, অনূর্ধ্ব-১২ বিভাগে স্বর্ণদ্বীপ নাথ চতুর্থ স্থান দখল করে। আসর সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন মেট্রিক্স চেস আকাদেমির কর্ণধার প্রসেনজিৎ দত্ত।