ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট।। রেটিং দাবার সুফল পেলেন দেশের ২৭ জন দাবাড়ু। এর মধ্যে ত্রিপুরার ১১ জন দাবাড়ু রয়েছেন। বৃহস্পতিবার শেষ হলো মেট্রিক্স চেস আকাদেমি আয়োজিত দ্বিতীয় বর্ষ ‘অপর্ণা দত্ত’ স্মৃতি প্রাইজমানি আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা। মনোরঞ্জন দে ট্রাস্টের সহায়তায় আসর অনুষ্ঠিত হয় এন এস আর সি সি-র যোগা হলে। এবারের আসর থেকে ২৭ জন দাবাড়ু রেটিং পেয়েছে। এর মধ্যে ত্রিপুরার দাবাড়ুরা হলেন ধ্রুবজ্যোতি রক্ষিত (১৫৪৮), কৃতিস্মাতা দাশগুপ্ত (১০২৬), মঞ্জিষ্ঠা দেবনাথ (১০৮০),পৃথ্বিরাজ সাহা (১০৬৩), রাধিকা মজুমদার (১০৭০),শাক্য সিংহ মোদক (১১১১), সোমরাজ সাহা (১১২৪),স্বপ্নিল দে (১১৬২),অমেয়া পাল (১০৮৫),একান্তিকা সরকার (১০৩০) এবং টাইটন দেববর্মা (১২৩৭)। ১১ জনের মধ্যে ৭ জনই মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ু। দশম রাউন্ড পর্যন্ত রেটিং অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিলো মেট্রিক্স চেস আকাদেমির প্রাঞ্জল দেবনাথের। কিন্তু শেষ রাউন্ডে অপ্রত্যাশিতভাবে পরাজিত হওয়ায় রেটিং থেকে বঞ্চিত হয়ে পড়ে ওই প্রতিভাবান দাবাড়ুটি। এছাড়া এবারের আসর থেকে রেটিং পেয়েছেন অভিজিৎ বারভুইয়া (১০৭৫), আদিত্য গুপ্তা (১২২৭), আহান আলসিসারিয়া (১১৬৮), অঙ্কিত দাস (১২২৪), চিন্ময় চৌহান (১১৮৫), গিতিকা কুমারী (১২৪৩),কার্তিক কুমার (১২৯৫), কৌস্তব রায় (১১০৩), মহ: মোত্তাকিন মন্ডল (১৩৪৫), প্রণব জ্যোতি দেব (১০২১), রাজেশ কুমার (১০৫২), শ্রেয়ান্স আলসিসারিয়া(১২৮৪), স্নিগ্ধা ভৌমিক (১১৯১), সূর্যময় ভট্টাচার্য (১৩৫৮), তারাং ভাটস (১০৯০) এবং ঠাকুর শুভম সিং (১২০৯)। নবাগত ২৭ জন দাবাড়ুর মধ্যে সবচেয়ে বেশী রেটিং পাচ্ছেন মেট্রিক্স চেস আকাদেমির ধ্রুবজ্যোতি রক্ষিত (১৫৪৮)। আকাদেমির দুই কোচ প্রসেনজিৎ দত্ত এবং কিরীটী দত্ত অভিনন্দন জানিয়েছেন রেটিং পাওয়া দাবাড়ুদের।