নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট৷৷ তিপরাহা স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে ৫দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার বিবেকানন্দ ময়দান সংলগ্ণ এলাকায় তিন ঘন্টার কোন অবস্থান পালন করা হয়৷ মোট পাঁচ দফা দাবিতে এই গণ অবস্থান পালন করা হয়৷
নর্থ ইস্ট স্টুডেন্ট অরগানাইজেশন নেসোর সহযোগিতায় এবং ত্রিপুরাহা স্টুডেন্ট ফেডারেশনের উদ্যোগে বুধবার রাজধানীর আগরতলা শহরের বিবেকানন্দ ময়দান সংলগ্ণ এলাকায় পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে তিন ঘন্টার গণবস্থান পালন করা হয়৷ গণবস্থান চলাকালে সংগঠনের সভাপতি বক্তব্য রাখতে গিয়ে বলেন সিএএ প্রত্যাহার করা, ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের প্রধান কার্যালয় খুমুলুঙে মেডিকেল কলেজ স্থাপন করা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দাবিতে তাদের এই আন্দোলন কর্মসূচি৷ সরকার অবিলম্বে এইসব দাবি পূরণ না করলে তারা আরো বৃহত্তর আন্দোলনের শামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে৷ আন্দোলনকারী সংগঠনের নেতৃবৃন্দ জানায় তারা ইতিপূর্ব এসব ইস্যুতে আন্দোলনে সামিল হয়েছে৷ তদুপরি সরকার ইতিবাচক পদক্ষেপ গ্রহণ না করায় তারা পুনরায় আন্দোলনে সামিল হয়েছে৷