ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট।। ফিরতি লিগে এসে জয়ের মুখ দেখলো নিশিকান্ত মুড়াসিং পাড়া কোচিং সেন্টার। পাশাপাশি প্রথম লিগের পরাজয়ের সুমধুর বদলাও নিলো। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত মহিলা ক্রিকেটে। বাইখোরা স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে মঙ্গলবার নিশিকান্ত মুড়াসিং পাড়া কোচিং সেন্টার ৩ উইকেটে পরাজিত করে উত্তর তাউখোমা স্কুলকে। নিশিকান্ত মুড়াসিং পাড়া কোচিং সেন্টারকে জয় এনে দিতে মূখ্য ভূমিকা নেন নমিতা মুড়াসিং। প্রথমে বল হাতে ৫ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ২৫ রান করেন। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে উত্তর তাউখোমা স্কুল ৪৩.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৩ রান করে। দলের পক্ষে প্রীয়াঙ্কা নোয়াতিয়া কার্যত একাই লড়াই করেছেন। প্রীয়াঙ্কা ১৩৬ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৫৫ রান করেন। এছাড়া দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। নিশিকান্ত মুড়াসিং পাড়া কোচিং সেন্টারের পক্ষে নমিতা মুড়াসিং (৫/১২) এবং অনিমা মুড়াসিং (৩/৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে নিশিকান্ত মুড়াসিং পাড়া কোচিং সেন্টার ২৮ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে গঙ্গোত্রী ত্রিপুরা ৩৫ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৭ এবং নমিতা মুড়াসিং ৫৯ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৫ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৫ রান। উত্তর তাউখোমা স্কুলের পক্ষে চুমকি দেবনাথ (২/১২), অন্ত রাণী নোয়াতিয়া (২/১৩) এবং রিফু দেববর্মা (২/৩৩) সফল বোলার।