BRAKING NEWS

আক্রমণ এলে প্রতিহত করতে হবে, বাম যুবদের টনিক বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট৷৷ আক্রমণ এলে প্রতিহত করতে হবে৷ প্রস্তুত থাকতে হবে সেই পরিস্থিতির জন্য৷ বামেদের চারটি সংগঠনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রধান বক্তার ভাষণে এই ভাবেই দলীয় কর্মীদের টনিক দিলেন বিরোধী দলনেতা মানিক সরকার৷ রবিবার বামুটিয়া বিধানসভার অন্তর্গত কামালঘাটে হয় এই রক্তদান শিবির৷ এসএফআই, ডি ওয়াই এফ আই, টিএসএফ এবং ওয়াইটিএফ যৌথভাবে করে এই রক্তদান শিবির৷   ক্ষমতা পালা বদলের পর বামুটিয়া বিধানসভা এলাকায় এই প্রথম রক্তদান শিবির করল বাম সংগঠনগুলো৷ এদিনের এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে মোহনপুর মহকুমা এলাকার সিপিআইএম নেতৃত্বরা উপস্থিত ছিলেন৷ শিবিরের রক্ত দিতে আসা রক্তদাতাদের সাথে মতবিনিময় করেন বিরোধী দলনেতা মানিক সরকার৷ ঘুরে দেখেন রক্তদান শিবির৷ আহ্বান রাখেন বছরে চারবার না হলেও অন্তত দুবার নিয়মিত রক্ত দান করার জন্য৷ সংগঠনের নেতৃত্বদের প্রতি দাবী রাখেন আগামী দিনে রক্তদানের পাশাপাশি চক্ষু দান এবং মরোনোত্তর দেহদানের  আয়োজন করার জন্য৷ পাশাপাশি শুধুমাত্র রক্তদানে সীমাবদ্ধ না থেকে মানুষের প্রয়োজনে মানুষের সাহায্যার্থে এগিয়ে যাওয়ার কথা বললেন তিনি৷ অন্যদিকে আগামী দিনে যেকোনো রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করার জন্য সবাইকে প্রস্তুত থাকার পরামর্শ দিলেন মানিক সরকার৷ এদিনের এই রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিওয়াইএফের মোহনপুর মহকুমা কমিটির সম্পাদক মলয় দেববর্মা, ডি ওয়াই এফ আই মোহনপুর বিভাগীয় কমিটির সভাপতি নয়ন সরকার, সংগঠন শাক মহকুমা সম্পাদক শিবু ভদ্র এবং অন্যান্যরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *