BRAKING NEWS

স্পোর্টস স্কুলের বাথরুমে আত্মহত্যা রাজ্যের কৃতি যোগা খেলোয়াড়ের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট।। মর্মান্তিক ঘটনা। আত্মহত্যা করলো রাজ্যের এক কৃতি খেলোয়াড়। ঘটনাটি ঘটে বাধারঘাট ত্রিপুরা স্পোর্টস স্কুলে। মঙ্গলবার সকালে। মৃত ছাত্রীর নাম সুপ্রিয়া দেবনাথ। স্পোর্টস সকুলের দশম শ্রেণীতে পাঠরত ছিলো। সুপ্রিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়ামহলে। সেকেরকোটের চাম্পামুড়ার সুপ্রিয়া ২০১৭ সালে ত্রিপুরা স্পোর্টস স্কুলে পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়েছিলো। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পড়াশুনার পাশাপাশি খেলাধূলা করতো। যোগা ইভেন্টে ত্রিপুরাকে বেশ কযেকবার পদকই এনে দিয়েছিলো। খেলো ইন্ডিয়াতেও ত্রিপুরার হয়ে প্রতিনিধিত্ব করেছিলো। ঘটনার বিবরনে জানা যায়, ভালোবাসার রোগে ভুগছিলো সে। ওই খবর ছড়িয়ে পড়তেই নাকি সহপাঠীরা বলেছিলো স্কুল থেকে ওই খবর তার বাবা-‌মাকে জানানো হবে। এতেই ভয় পেয়ে যায় সে। এদিন সকালে স্কুলের অন্যাণ্য ছাত্র-‌ছাত্রীরা যখন অনুশীলনে যাচ্ছিল তখন সতীর্থদের শেষ বার বলেছিলো প্রাকৃতিক কাজ করে সে অনুশীলনে যাচ্ছে। বাথরুমে ঢুকেই দরজা বন্ধ করে দেয় সুপ্রিয়া। এরপর বাথরুমেই ফঁাসিতে আত্যহত্যা করে। ওই খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে। খবর দেওয়া হয় সুপ্রিয়ার বাবা-‌মাকে। মৃতদেহকে নিয়ে যাওয়া হয় জি বি হাসপাতালে। সেখানে ময়নাতদন্ত করানো হয়। এঘটনায় কান্নায় ভেঙ্গে পড়েন স্কুলের ছাত্র-‌ছাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *