নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট৷৷ পশ্চিমী সংসৃকতি দেশের দৃষ্টি সংসৃকতিকে রীতিমতো ধবংস করতে শুরু করেছে৷ স্বাধীনতার প্রাক্কালে আজাদি কা অমৃত মহোৎসব পালনের অঙ্গ হিসেবে দেশাত্মবোধক গান পরিবেশন এর বদলে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ে রীতিমতো সাউন্ড বক্স লাগিয়ে হিন্দি গানের তালে তালে ছাত্র-ছাত্রীদের উদ্দ্যম নৃত্য ঘিরে জনমনে নানা প্রশ্ণ করতে শুরু করেছে৷ আজাদী কা অমৃত মহোৎসব পালনের অঙ্গভঙ্গি দেখলে খুশি হবেন প্রধানমন্ত্রী মোদী৷ যিনি গোটা দেশে ঘটা করে আজাদী কা অমৃত মহোৎসব পালনের বার্তা দিয়েছেন৷ আর তা করেও যাচ্ছেন দলের নেতা কর্মী থেকে শুরু করে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে৷ ঠিক তেমনি এক ব্যাতিক্রমী ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল৷ ঘটনা তেলিয়ামুড়ার অন্যতম প্রাচীন বনেদি বিদ্যালয় তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে৷ তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে আজাদী কা অমৃত মহোৎসবের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার এক প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়৷ এই প্রভাত ফেরীর অনুষ্ঠানে বিদ্যালয়ের কচিকাঁচা পড়ুয়ারা বিভিন্ন সাজে সুসজ্জিত হয়ে তেলিয়ামুড়ার বিভিন্ন পথ পরিক্রমা করে তেলিয়ামুড়া দ্বাদশে এসে এই পদযাত্রার সমাপ্তি করে৷ এরপর বিদ্যালয়ের পড়ুয়ারা বিদ্যালয় চত্বরে শুরু করে হিন্দি গানের তালে তালে উদ্দাম নৃত্য৷ আর এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই রীতিমতো ছিঃ ছিঃ রব উঠেছে৷ যদিও মিনিট কুড়ি সময় ধরে ছাত্র-ছাত্রীদের উদ্দ্যম নৃত্যের পর আচমকাই ঘুম ভাঙ্গে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের৷ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা গিয়ে সাউন্ড সিস্টেম বন্ধ করার পর বিদ্যালয়ের একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীসহ একাংশ উশৃংখল ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে বাকযুদ্ধে লিপ্ত হয়ে পড়ে৷ পরিস্থিতি একটা সময় ভয়াবহ আকার ধারণ করে৷ এমনটাই অভিযোগ এলাকার অভিভাবক সূত্রে৷ তবে বিদ্যালয়ে এভাবে আজাদী কা অমৃত মহোৎসবের নামে ছাত্র-ছাত্রী কর্তৃক হিন্দি গানের তালে তালে উদ্দ্যম নৃত্যের ঘটনাকে মোটেও ভালো চোখে দেখছে না শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহল৷