BRAKING NEWS

সড়ক দুর্ঘটনায় মৃত শিবসংগ্রাম সংগঠনের সভাপতি বিনায়ক মেটে

মুম্বই, ১৩ আগস্ট ( হি.স.) : শিবসংগ্রাম সংগঠনের সভাপতি তথা প্রাক্তন বিধায়ক বিনায়ক মেটে রবিবার সকালে মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর নিরাপত্তারক্ষী রাম ধোবল। তাকে স্থানীয় এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৫২ বছর বয়সী বিনায়ক মেটে মহারাষ্ট্র আইন পরিষদের সদস্য ছিলেন।

পুলিশ সুপার রূপালী আম্বরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। পুলিশ জানিয়েছে, বিনায়ক মেটে তার সহযোগীদের সঙ্গে বিড থেকে মুম্বই যাচ্ছিলেন। সকাল ৫:০৫ মিনিটে তাঁর গাড়ি আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগল দুর্ঘটনাটি ঘটে। পুলিশের দল আহত বিনায়ক মেটে এবং নিরাপত্তা কর্মী ধোবলকে কমোথে এমজিএম হাসপাতালে নিয়ে গেলে ডাঃ ধর্মং-র নেতৃত্বে চিকিৎসকদের দল প্রাথমিক পরীক্ষার পর বিনায়ক মেটেকে মৃত ঘোষণা করেন। তার নিরাপত্তাকর্মী পুলিশ কনস্টেবল রাম ধোবলের চিকিৎসা চলছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *