মুম্বই, ১৪ আগস্ট ( হি.স.) : শিবসংগ্রাম সংগঠনের সভাপতি তথা বিধান পরিষদের সদস্য বিনায়ক মেটের শেষকৃত্য সোমবার তাঁর নিজ জেলা বিড-এ সম্পন্ন হবে। রবিবার মুম্বইয়ের জেজে হাসপাতালে বিনায়ক মেটের ময়নাতদন্ত করা হয়েছে এবং সোমবার সকালে তার দেহ বিডে নিয়ে যাওয়া হবে। বিকেল ৩টার দিকে শেষকৃত্য সম্পন্ন হবে। বিনায়ক মেটের আকস্মিক মৃত্যুর তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে।
মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে বিনায়ক মেটের আকস্মিক মৃত্যুর তদন্তে 8 টি দল গঠন করেছেন। অন্যদিকে রাসায়নী থানার দল বিনায়ক মেটের গাড়ির চালক একনাথ কদমকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং তার ডাক্তারি পরীক্ষা করানো হবে। রবিবার ভোর ৫টা ৫ মিনিটে একটি অজ্ঞাত কনটেইনারের সঙ্গে বিনায়ক মেটের গাড়ির সংঘর্ষ হয়।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে মনে হচ্ছে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি বাম দিক থেকে কন্টেইনারটিকে সজোরে ধাক্কা দেয়। গাড়ির বাম পাশ পিষ্ট দেখা যাচ্ছে। গাড়ির চালক জানিয়েছেন, দুর্ঘটনার পর এক থেকে দুই ঘণ্টা কোনও সাহায্য পাওয়া যায়নি।