নয়াদিল্লি, ১২ আগস্ট ( হি.স.) : ‘স্ট্যান্ড আপ কমেডিয়ান’ রাজু শ্রীবাস্তবের পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে জানতে যোগাযোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার রাজুর ভাই কাজু শ্রীবাস্তবের স্ত্রী শ্রেয়া সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে বলেন, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজু শ্রীবাস্তবের স্ত্রী শিখা শ্রীবাস্তবকে ফোন করেছেন তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে জানতে।
দিল্লি এইমস সূত্রে জানা গিয়েছে, শ্রীবাস্তব বর্তমানে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও ‘স্ট্যান্ড আপ কমেডিয়ান’ রাজু শ্রীবাস্তবের অবস্থা সম্পর্কে জানতে দিল্লি এইমস-র ডিরেক্টর ডাঃ রণদীপ গুলেরিয়ার সঙ্গে ফোনে কথা বলেছিলেন। তাঁর দ্রুত আরোগ্য কামনাও করেন তিনি।
কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব বুধবার দিল্লির একটি হোটেলের জিমে ওয়ার্কআউট করার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। এরপর তাকে দিল্লি এইমস-এ ভর্তি করা হয়। সূত্র জানায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। রাজু শ্রীবাস্তব বর্তমানে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন এবং তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে।