নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট৷৷ বিশালগড় ইংলিশ মিডিয়াম সুকলে এক শিক্ষিকার চপেটাঘাতে অপর শিক্ষিকা গুরুতরভাবে অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
শুক্রবার বিশালগড় ইংলিশ মিডিয়াম সুকলে লঙ্কাকাণ্ড সংঘটিত হয়৷ স্কুল কর্মরত এক শিক্ষিকার চপেটাঘাতে অপর শিক্ষিকা গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন৷ অসুস্থ হয়ে পড়া শিক্ষিকার নাম হাদুকরি জমাতিয়া৷ সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গেছেন৷ বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি পুলিশের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন৷ ঘটনার বিবরণে জানা যায় বিদ্যালয়ের শিক্ষিকা ঝুমা কলই বেশ কিছুদিন ধরেই অসংলগ্ণ ভাবে চলাফেরা ও কথাবার্তা বলছিল৷ পরিবারের তরফ থেকে তাকে চিকিৎসাও করানো হচ্ছে৷ মাঝে মধ্যেই বিদ্যালয়ে এসে ওই শিক্ষিকা অসংলগ্ণ কথাবার্তা বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ৷ শুক্রবার স্কুল কর্তৃপক্ষ তার নিজ কক্ষে একটি বৈঠক করছিলেন৷ হঠাৎ টিচার কমন রুমে হইচই শুনতে পেয়ে তিনি সেখানে ছুটে যান৷ গিয়ে জানতে পারেন হাদুকরি জমাতিয়াকে মানসিকভাবে অসুস্থ শিক্ষিকা ঝুমা কলই সজোরে চপেটাঘাত করেছে৷ তাতে সংজ্ঞা হারিয়ে ফেলেন শিক্ষিকা হাদুকরি জমাতিয়া৷ সঙ্গে সঙ্গে ওই শিক্ষিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে বিষয়টি পুলিশকেও জানানো হয়৷ বিদ্যালয় কর্তৃপক্ষ আরো জানান বিষয়টি তিনি ঊর্ধতন কর্তৃপক্ষকেও জানিয়েছিলেন৷ কিন্তু কর্তৃপক্ষের তরফে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ বা স্কুল কর্তৃপক্ষকে কোন ধরনের পরামর্শ দেওয়া হয়নি৷ স্বাভাবিক কারণে স্কুল কর্তৃপক্ষের তরফে কোন ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি৷ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন মানসিকভাবে অনেকটাই অসুস্থ ঝুমা কলই৷ বিদ্যালয় চলাকালে প্রায় সময়ে অসংলগ্ণ কথাবার্তা বলে এবং নানা কার্যকলাপ সংঘটিত করে৷