BRAKING NEWS

পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবীতে পিত্রায় অবরোধ, বাইক বাহিনীর দাদাগিরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট৷৷  পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করতে গিয়ে শাসকদলের বাইক বাহিনীর সদস্য হিসেবে পরিচিত বিমল দাসের হাতে হেনস্থার শিকার হলেন প্রমিলারা৷ ঘটনা পিত্রা- উদয়পুর সড়কে৷ পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবিতে গোমতী জেলার উদয়পুর- পিত্রা সড়কে শুক্রবার পথ অবরোধ করেন স্থানীয় প্রমিলা বাহিনী৷

জানা যায় দীর্ঘদিন ধরে ওই এলাকায় পানীয় জলের সংকট চলেছে৷ সংস্কারের অভাবে রাস্তাঘাটে চলাচল করা কষ্টকর হয়ে উঠেছে৷ পানীয় জল সরবরাহ এবং রাস্তার সংস্কারের জন্য স্থানীয় জনগণের তরফ থেকে বহুবার স্থানীয় নেতা প্রশাসন এবং দায়িত্বপ্রাপ্ত দপ্তরের কর্মকর্তাদের কাছে অনুরোধ জানানো হয়েছে৷ কিন্তু এখনো পর্যন্ত পানীয় জল সরবরাহ নিশ্চিত করা এবং রাস্তাঘাট সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না৷ শেষ পর্যন্ত বাধ্য হয়েই শুক্রবার সকাল থেকে প্রমীলা বাহিনী কলসি এবং বালতি নিয়ে পথ অবরোধে শামিল হন৷ অবরোধের ফলে ওই সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ অবরোধ আন্দোলন স্তব্ধ করে দেওয়ার লক্ষ্যে স্থানীয় বাইক বাহিনীর নেতা বলে পরিচিত বিমল দাস অবরোধকারীদের সঙ্গে অশালীন আচরণ শুরু করেন৷ অবরোধকারী মহিলাদের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ৷ এমনকি প্রমিলারা লাঞ্ছিত বলে অভিযোগ৷ ঘটনাকে কেন্দ্র করে অবরোধস্থলে তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়৷

খবর পেয়ে সাংবাদিকরা অবরোধ স্থলে ছুটে গেলে সাংবাদিকদের সঙ্গেও অশালীন আচরণ করা হয় বলে অভিযোগ৷ দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধ চলার খবর পেয়ে পুলিশ অবরোধস্থলে ছুটে আসে৷ প্রশাসনের কর্মকর্তারাও সেখানে ছুটে আসেন৷ প্রশাসনের কর্মকর্তারা অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে পানীয় জল সরবরাহ নিয়মিত করা এবং দ্রুত রাস্তাঘাট সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন৷ প্রশাসনের কর্মকর্তাদের আশ্বাসের ভিত্তিতে অবরোধকারীরা শেষ পর্যন্ত আপাতত অবরোধ প্রত্যাহার করে নেন৷ তবে প্রতিশ্রুতি অনুযায়ী রাস্তাঘাট সংস্কার এবং পানীয় জল সরবরাহ নিয়মিত কথা না হলে তারা আরো বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে হুশিয়ারি দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *