নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট৷৷ নলছড় বিধানসভা কেন্দ্রের মায়ারানী গ্রাম পঞ্চায়েতে আক্রান্ত হলেন কংগ্রেস নেতা পরিমল দেবনাথ৷ বিজেপির বাইক বাহিনীর আক্রমণে আহত কংগ্রেস নেতাকে আশঙ্কা জনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
নলছড় বিধানসভার মায়া রানী গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের এক স্থানীয় নেতা আক্রান্ত হয়েছেন৷ আক্রান্ত কংগ্রেস নেতার নাম পরিমল দেবনাথ৷ ঘটনার বিবরণে জানা যায়, মায়ারানী গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত৷ বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা বিজেপির ছেড়ে সরাসরি কংগ্রেসে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করে৷ সেজন্যই তাদের কাছে কথা বলার জন্য যাচ্ছিলেন পরিমল দেবনাথ নামে ওই কংগ্রেস নেতা৷ তখনই বিজেপির ১০-১২ জনের বাইক বাহিনী তার উপর এবং পঞ্চায়েত সদস্যদের উপর হামলা চালায়৷ বাইক বাহিনীর হামলায় কংগ্রেস নেতা পরিমল দেবনাথ গুরুতর ভাবে আহত হন৷ তাকে আশঙ্কার জনক অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র খুব উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়৷ কংগ্রেস নেতার উপর বাইক বাহিনীর হামলার ঘটনার পর এ ব্যাপারে থানায় একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতারের সংবাদ নেই৷