BRAKING NEWS

উদয়পুরে আবারও চুরি, ব্যবসায়ীদের মধ্যে বাড়ছে ক্ষোভ পুলিশের ভূমিকায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট৷৷  গোমতী জেলার উদয়পুরের এগ্রিকালচার চৌমুহনী এলাকায় গতকাল রাতে একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ দোকানের পেছনের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে প্রায় ১৬ লক্ষ হাজার টাকার জিনিসপত্র হাতিয়ে নিয়ে গেছে চোরের দল৷ প্রতিদিন চুরির ঘটনা বেড়ে চলেছে উদয়পুর শহর লাগোয়া এগ্রিকালচার চৌহমুনি এলাকায়৷ মঙ্গলবার গভীর রাতে এক মুদি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়৷ মুদি দোকানের মালিক নারদ চন্দ্র সাহা  জানান, বুধবার সকালে নিজ মুদি দোকানে এসে নারদ চন্দ্র সাহা  দেখতে পান তার মুদি দোকানের পেছনের দরজা ভেঙে চোরের দল দোকানে প্রবেশ করে মোদি সামগ্রী নিয়ে চম্পট দেয়৷ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৬ হাজার টাকা বলে জানান দোকান মালিক৷ চুরির ঘটনার খবর পেয়ে উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশ এগ্রিকালচার চৌহমুনী গিয়ে চুরির ঘটনা তদন্ত শুরু করে৷ এই চুরির ঘটনায় অন্যান্য বাজার ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ চুরির ঘটনা দিন দিন বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ী সহ স্থানীয় জনগণের মধ্যে রাত্রে কালীন নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছে৷ এগ্রিকালচার চৌমুহনী এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য ব্যবসায়ী এবং স্থানীয় জনগণের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *