BRAKING NEWS

তৃণমূল কংগ্রেসের প্রদেশ এসটি কমিটি গঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট৷৷   ত্রিপুরায় তফসিলি উপজাতির উন্নয়ন এবং ক্ষমতায়নকে লক্ষ্য করে রাজ্য এসটি কমিটির ঘোষণা করলো ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের এসটি শাখা
ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস এসটি শাখা বুধবার আগরতলার দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে রাজ্য এসটি কমিটির ঘোষণা করেছে৷ রাজ্য এসটি কমিটি ঘোষণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের এসটি শাখার সভাপতি মলিন জামাতিয়া, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের কার্যনির্বাহী সদস্য নরেন্দ্র রিয়াং এবং অন্যান্য নেতৃবৃন্দরা৷
এইদিন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস এসসি শাখার সভাপতি সঞ্জয় কুমার দাস এসসি কমিটি ঘোষণা করার সময় বলেছেন, ’ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের এসটি শাখার কমিটিতে ৪৫ জন আছে যার মধ্যে ৪ জন সহ-সভাপতি, ৫জন সাধারণ সম্পাদক, ৭ জন সম্পাদক, ২১ জন কার্যনির্বাহী সদস্য, ৮ জন জেলা সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে৷ আগামী মাসে আমাদের অনেক যোগদান কর্মসূচি আছে৷ আমবাসা থেকে শুরু করে লঙতরাই ভ্যালি, সুরমা সব জায়গাতেই আমাদের এই কর্মসূচি চলবে৷ এখন জনগণ তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছে৷ আমাদের কর্মীরা, কমিটির প্রত্যেক সদস্য মানুষের পাশে থাকার জন্য রাস্তায় নেমে কাজ করছে৷ তৃণমূল কংগ্রেস আগামীদিনে মানুষের স্বার্থে আরো বৃহত্তর শক্তিশালী হয়ে উঠবে৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *