রাজ্যেও পালিত মহরম

আগরতলা, ৯ আগস্ট : মঙ্গলবার ছিল মহরম। চিরাচরিত রীতি মেনে মুসলিম ধর্মাবলম্বীর মানুষ সারা দেশের সাথে রাজ্যেও মহাসমারোহে পালন করেছেন মহরমের উৎসব।এদিন দক্ষিণ রামনগর এলাকায় মহরমের আয়োজন করা হয়েছিল। মহরমের এই রেলি এদিন শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে। মহরম সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে শাজাহান মিয়া বলেন, আজকের দিনেই ইসলাম ধর্মের জন্য কারবালায় যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে শহীদ হয়েছিলেন বেশ কয়েকজন মুসলিম ধর্মাবলম্বী যোদ্ধা। তাদেরকে স্মরণ করেই এই দিনটি প্রতিবছর পালন করা হয়।