ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট।। কর্পোরেট টি-১০ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন হতে যাচ্ছে। দেশের ৭৫তম স্বাধীনতা দিবস তথা আজাদী কা অমৃত মহোৎসবকে সামনে রেখে আগামী ১৩ থেকে ১৫ আগস্ট আগরতলায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। মোট ১২টি দল এতে অংশ নিচ্ছে। সবকটি দলের মেন্টর, ম্যানেজার ও অধিনায়কের উপস্থিতিতে আজ বিকেলে আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে লটারির মাধ্যমে ক্রীড়া সূচি তৈরি করা হয়। বিকেল পাঁচটায় জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব আহূত এক সাংবাদিক সম্মেলনে টুর্নামেন্টের ক্রীড়া সূচি ঘোষণা করা হয়। ১৩ আগস্ট সকাল ৯টায় উদ্বোধনী ম্যাচে প্রোগ্রেসিভ টাটা মোটরস্ খেলবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিক্রেশন ক্লাবের বিরুদ্ধে। বেলা সাড়ে দশটায় দ্বিতীয় ম্যাচে আয়োজক জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব খেলবে লুসিড হেলথ্ কেয়ার-এর বিরুদ্ধে। বেলা ১২টায় তৃতীয় ম্যাচে ট্যাক্স অর্গানাইজেশন বনাম এইচডিএফসি ব্যাঙ্ক দলের খেলা। বেলা 1:30 টায় চতুর্থ ম্যাচ ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বনাম টিএসইসিএল রিক্রিয়েশন ক্লাবের খেলা। বেলা ৩টায় প্রথম কোয়ার্টার ফাইনালে আগরতলা পুর নিগম বনাম প্রথম ম্যাচে বিজয়ী দল। ১৪ আগস্ট সকাল ৯ টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে ওএনজিসি রিক্রিয়েশন ক্লাব খেলবে দ্বিতীয় ম্যাচে বিজয়ী দলের বিরুদ্ধে। বেলা সাড়ে ১০টায় তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বনাম তৃতীয় ম্যাচে বিজয়ী দলের খেলা। বেলা ১২টায় চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচে নীপকো বনাম চতুর্থ ম্যাচে বিজয়ী দলের খেলা। বেলা দেড়টায় এবং ৩টায় পরপর দুটো সেমিফাইনাল-এর পর ১৫ই আগস্ট বেলা ১১ঃ০০ টায় হবে ফাইনাল ম্যাচ। খেলা হবে এমবিবি ইউনিভার্সিটি কমপ্লেক্সে অবস্থিত এমবিবি কলেজ মাঠে। সাংবাদিক সম্মেলনে আয়োজক তথা জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের কর্মকর্তা সহ সকল সদস্যরা এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টকে সাফল্যমন্ডিত করে তোলার লক্ষ্যে সম্পাদক অভিষেক দে এবং সহ-সম্পাদক অনির্বাণ দেব প্রমূখ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন।