BRAKING NEWS

বিজেপি সবসময় জোট রাজনীতির আদর্শ মেনে চলে” : গিরিরাজ সিং

নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.): “বিজেপি সবসময় জোট রাজনীতির আদর্শ মেনে চলে।” মঙ্গলবার মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার। এরপরই জোট রাজনীতীর কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং ।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সিদ্ধান্তটা নীতীশ কুমারের। তবে, আমরা সবসময় জোট রাজনীতির ধর্ম অনুসরণ করেছি। জোটকে মর্যাদা দিয়েছি। তিনি আরও উল্লেখ করেন, বিজেপির হাতে ছিল ৬৩ জন বিধায়ক আর জেডিইউ-র কাছে ছিল ৩৬ জন। তারপরও নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী পদ দেওয়া হয়েছিল।

নীতীশের ঘনিষ্ঠ মহলের দাবি, মহারাষ্ট্রে বিজেপি যা করেছে, তা ভালভাবে নেননি নীতীশ কুমার। উদ্ধব ঠাকরের সরকারকে ফেলে দেওয়ার ঘটনা নাকি অস্বস্তি বাড়িয়েছিল নীতীশ কুমারের। সেই সঙ্গে তাঁর উদ্বেগের কারণ ছিল অমিত শাহের প্রভাব। তাঁর ধারনা ছিল, নীতীসের মন্ত্রিসভায় ঘনিষ্ঠ লোকজনকে বসিয়ে আদতে অমিত শাহ সরকার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন। এ সব সমীকরণ থেকেই দ্বন্দ্বের সূত্রপাত। শেষ পর্যন্ত বিজেপির হাত ছাড়ার সিদ্ধান্তই নিলেন নীতীশ কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *