গোমতী জেলা হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে মুখ্যমন্ত্রীকে চিঠি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট৷৷ চিকিৎসা পরিষেবার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য উদয়পুরবাসীর পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে৷স্বাস্থ্য পরিষেবা ও ক্যানসার হাসপাতালের একটি ইউনিট খোলার জন্য আবেদন জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে চিঠি প্রেরন করা হয়েছে উদয়পুর মহকুমারবাসীর পক্ষ থেকে৷
দশজনের স্বাক্ষর করা চিঠির বর্ননা করতে গিয়ে রবিবার সকালে মহকুমাবাসীর পক্ষ থেকে শ্রীবাস দাশ,মানিক বিশ্বাস,নিখিল দাশ জানান বর্তমানে উদয়পুর মহকুমায় টেপানিয়াস্থিত জেলা হাসপাতালে দক্ষিণ, গোমতী, সিপাহীজলা জেলার বিভিন্ন মহকুমা থেকে রোগীরা চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতালে আসেন৷ ফলে এই হাসপাতালে রোগীর ভিড় এতো বেশি হয় যে এখানে ডাক্তার কম থাকার কারণে রোগীদের সমস্যায় পড়তে হয় এবং স্থান সংকলান  হয়না৷ পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক মতো হয়না৷ অথচ উদয়পুর মহকুমা হাসপাতাল অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন৷ এখানে এক / দুই টি ইউনিট বিশেষ করে শিশু ও স্ত্রীরোগ ইউনিট চালূ করার অনুরোধ করা হয়েছে মূখ্যমন্ত্রীকে এবং উদয়পুর মহকুমা হাসপাতালে ক্যান্সার হাসপাতালের একটি ইউনিট যেমন ক্যামো থ্যারাপি,রেডিয়েশন ও রোগ নির্ণয় কেন্দ্র খোলার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিশেষ ভাবে অনুরোধ করে উদয়পুরবাসীর পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে৷
 চিঠির প্রতিলিপি রাজ্যের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, রামপদ জমাতিয়া, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, রাজ্যের স্বাস্য সচিবও স্বাস্থ্য অধিকর্তাকে দেওয়া হয়েছে৷ এলাকাবাসীর প্রত্যাশা সরকার হয়তো তাদের আবেদন বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে৷ সেই প্রত্যাশাতেই রয়েছেন তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *