শান্তিরবাজারে মহিলা ক্রিকেট, শুরু ১০ই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট।। উদ্বোধনী ম্যাচে নিশিকুমার মুড়া সিং কোচিং সেন্টার খেলবে বাইখোরা স্কুলের বিরুদ্ধে। শান্তির বাজার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত মহিলা ক্রিকেট প্রতিযোগিতায়। ১০ আগস্ট থেকে শুরু হচ্ছে আসর। খেলা হবে বাইখোরা স্কুল মাঠে। এবছর আসরে অংশ নিয়েছে মাত্র ৩ টি দল:‌ বাইখোরা স্কুল, নিশিকুমার মুড়াসিং কোচিং সেন্টার এবং উত্তর তাউখোমা স্কুল। ডাবল লিগ ভিত্তিতে হবে আসর। লিগের সেরা দুই দল ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করবে। মহকুমা ক্রিকেট সংস্থার যুগ্ম সচিব অমরেশ মজুমদার ক্রীড়াসূচী ঘোষনা করেন। জানা গেছে, সবকটি দলই ইতিমধ্যে অনুশীলন শুরু  দিয়েছে। এবছর ফেভারিট হিসাবেই মাঠে নামবে নিশিকুমার মুড়া সিং কোচিং সেন্টার। দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে।
ক্রীড়া সূচী : ১০ আগস্ট:‌ নিশিকুমার মুড়া সিং কোচিং সেন্টার-‌ বাইখোরা স্কুল; ১১ আগস্ট:‌উত্তর তাউখোমা স্কুল-‌ বাইখোরা স্কুল; ১২ আগস্ট:‌ নিশিকুমার মুড়া সিং কোচিং সেন্টার-‌ উত্তর তাউখোমা স্কুল; ১৩ আগস্ট:‌নিশিকুমার মুড়া সিং কোচিং সেন্টার-‌বাইখোরা স্কুল; ১৬ আগস্ট:‌নিশিকুমার মুড়া সিং কোচিং সেন্টার-‌ উত্তর তাউখোমা স্কুল; ১৭ আগস্ট:‌ উত্তর তাউখোমা স্কুল-‌ বাইখোরা স্কুল; ১৯ আগস্ট:‌  ফাইনাল ম্যাচ।